• মঙ্গলবার   ২৮ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৩ ১৪২৯

  • || ০৫ রমজান ১৪৪৪

জেলা পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস পালন

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩  

১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা পরিষদ আয়োজনে কেক কাটা ও শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শুক্রবার বিকেলে গাইবান্ধা জেলা পরিষদের ডাকবাংলো চত্তরে কেক কাটা ও শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদ চেয়াম্যান আবু বক্কর সিদ্দিক সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান, বিশেষ অতিথি পুলিশ সুপার মোঃ কামাল হোসেন, আলোচকবৃন্দ জহুরুল কাইয়ুম শিক্ষাবিদ ও মুক্তিযুদ্ধ গবেষক ও কে,এম রেজাউল হক সম্পাদক দৈনিক মাধুকর, সার্বিক তত্ত্বাবধানে মোহাঃ আব্দুর রউফ তালুকদার প্রধান নিবাহী কর্মকর্তা জেলা পরিষদ গাইবান্ধা। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মন্ডল, আওয়ামীলীগ নেতা ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু, পিয়ারুল ইসলাম বাবলু, মাহবুব আলম কোর্ট, সাইফুল আলম সাকা, দীপক কুমার পাল, মাহমুদা বেগম পারুল, রোজীনা নাহিদ ফারজানা শিমুল, খায়রুল ইসলাম, শাহ আহসান হাবীব রাজিব, জেলা পরিষদ সদস্য শাখওয়াত হোসেন, সদস্য শুক্কর আলী ফিরোজ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন শিরিন শারমিন।

দৈনিক গাইবান্ধা
দৈনিক গাইবান্ধা