• মঙ্গলবার   ২৮ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৩ ১৪২৯

  • || ০৫ রমজান ১৪৪৪

পলাশবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৩  

গাইবান্ধার পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে পলাশবাড়ী উপজেলা পরিষদ টাউন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু বকর প্রধান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডল।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, মোছা. আনোয়ারা বেগম, থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা, পলাশবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মুহাম্মদ মশিউর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক বাবু দিলীপ চন্দ্র সাহা, বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্ত ছাড়াও এসময় সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক গাইবান্ধা
দৈনিক গাইবান্ধা