• মঙ্গলবার   ২৮ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৩ ১৪২৯

  • || ০৫ রমজান ১৪৪৪

পলাশবাড়ীতে প্রতিবন্ধী সেবা সংস্থার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৩  

গাইবান্ধার পলাশবাড়ীতে প্রতিবন্ধী সেবা সংস্থার (প্রসেস) এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। কর্মসুচীর মধ্যে ছিল র‌্যালী, ক্রিড়া প্রতিযোগিতা ও প্রতিবন্ধীদের মাঝে শীতবন্ত্র (কম্বল) বিতরণ।

এ উপলক্ষে পলাশবাড়ী প্রতিবন্ধী সেবা সংস্থা (প্রসেস) এর আয়োজনে ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় সংস্থার কার্যালয় থেকে এক বিশাল বর্নাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় এসএমবি আদর্শ বহুমুখি স্কুল এন্ড কলেজ মাঠে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।

এ সময় থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আরিফুল ইসলাম,উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মামুনুর রশিদ উপস্থিত ছিলেন।

এর আগে স্বাগত বক্তব্য রাখেন, পলাশবাড়ী প্রতিবন্ধী সেবা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক জাকারিয়া মাসুদ জলিল মন্ডল। পরে অতিথিবৃন্দ প্রতিবন্ধীদের মাঝে শীতবন্ত্র বিতরণ করেন। পরে প্রতিবন্ধীদের নিয়ে ক্রিড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দৈনিক গাইবান্ধা
দৈনিক গাইবান্ধা