• মঙ্গলবার   ২৮ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৩ ১৪২৯

  • || ০৫ রমজান ১৪৪৪

পলাশবাড়ীতে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানে খেলার সামগ্রী বিতরণ

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৩  

গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবলসহ খেলার বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। গাইবান্ধা-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এ্যাড, উম্মে কুলসুম স্মৃতি এমপির দিক নির্দেশনায় খেলার মান উন্নয়ন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্ট/২০২৩ প্রস্তুতির জন্য এসব সামগ্রী পলাশবাড়ী উপজেলার বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।

২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসব সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি জনাব কামরুজ্জামান,উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ,ভাইস- চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, মহিলা ভাইস- চেয়ারম্যান মনোয়ারা বেগম,সাবেক জিএস ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আজাদুল ইসলামসহ অন্যান্যরা।

দৈনিক গাইবান্ধা
দৈনিক গাইবান্ধা