• মঙ্গলবার   ২৮ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৩ ১৪২৯

  • || ০৫ রমজান ১৪৪৪

গোবিন্দগঞ্জ একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবীন ছাত্রীদের বরণে এমপি

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৩  

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ-এর ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবীন ছাত্রীদের বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩২,গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মুকিতুর রহমান রাফি,মাননীয় সংসদ সদস্য’র সহধর্মিণী বেগম নার্গিস সুলতানা চৌধুরী।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি আরিফ হোসেন’র সভাপতিত্বে ও অধ্যক্ষ এএইচএম আহসান হাবীব প্রিন্স’র আহবানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহরগছি কলেজের অধ্যক্ষ উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আনারুল ইসলাম বিরু,মহিলা ডিগ্রি কলেজ’র সাবেক অধ্যক্ষ এ.এইচ.এম কামরুল আলম,সাবেক অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) জহুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, মহিমাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম বকুল,সহকারী অধ্যাপিকা রওনক জামান,বরকত উল্লা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আলম, আওয়ামী লীগ নেতা সৈয়দ তোফায়েল আহমেদ এলিন প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র কলেজের সহকারী অধ্যাপক ফিরোজ খানুন নুনু।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে অত্র কলেজের সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, সুধীজন, উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সবশেষে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দৈনিক গাইবান্ধা
দৈনিক গাইবান্ধা