শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৫:২৩, ২ ফেব্রুয়ারি ২০২৩

সাদুল্লাপুরের রসুলপুর যুবলীগের সম্মেলন; সভাপতি সৈয়ব-হিমু সম্পাদক

সাদুল্লাপুরের রসুলপুর যুবলীগের সম্মেলন; সভাপতি সৈয়ব-হিমু সম্পাদক

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ১নং রসুলপুর ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলদের সর্বস্মতিক্রমে সৈয়ব আলীকে (সৈয়ব) সভাপতি ও জিল্লুর রহমান হিমুকে সাধারণ সম্পাদক করে সাত সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

বুধবার (২ ফেব্রুয়ারী) দুপুরে তরফ কামাল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্ধোধন করেন সাদুল্লাপুর উপজেলা যুবলীগের সভাপতি শাহ্ মো. ফজলুল হক রানা। এতে প্রধান অতিথি ছিলেন, গাইবান্ধা জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন।

রসুলপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক সৈয়ব আলীর সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক আতোয়ার রহমান, মামুন মিয়া ও নিলু মিয়ার সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ মো. আহসান হাবিব রাজিব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাদুল্লাপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এ, জেড, এম সাজেদুল ইসলাম স্বাধীন।

অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন, রসুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর গফুর, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, সাদুল্লাপুর উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকি মিঠু, সাংগাঠনিক সম্পাদক তালুকদার মো. জাহিদুল ইসলাম। এছাড়া সম্মেলনে উপজেলা ছাড়াও বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা অংশ নেয়।

সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত কাউন্সিলদের সর্বস্মতিক্রমে আগামি তিন বছরের জন্য রসুলপুর ইউনিয়ন যুবলীগের সাত সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সৈয়দ আলীকে (সৈয়ব) সভাপতি ও জিল্লুর রহমান হিমু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ছেন।

নব গঠিত কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি ইয়াসিন আরাফাত (রনি), যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক যথাক্রমে ওমর ফারুক, সুমন রানা সরকার এবং মারুফ হোসেন। ঘোষিত আংশিক কমিটিকে আগামি ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।

সাদুল্লাপুর উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তফা কামাল মোস্তফা জানান, তৃণমুল পর্যায়ে যুবলীগকে সুসংগঠিত ও শক্তিশালী করতে বিভিন্ন ইউনিয়নে ওয়ার্ড ভিক্তিক কমিটি গঠন শেষ হয়েছে। প্রথমবারের মতো ১নং রসুলপুর ইউনিয়নে ত্রি-বার্ষিক সম্মেলন সুষ্ঠুভাবে সম্পুন্ন হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার ১১ ইউনিয়নে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামি ১১ জানুয়ারি ২নং নলডাঙ্গা ইউনিয়নে সম্মেলন অনুষ্ঠিত হবে।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপনদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরঈদে বেড়েছে রেমিট্যান্স, ফের ২০ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতেনেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিতআয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দনজুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেইগোবিন্দগঞ্জে কাজী রাশিদা শিশু পার্কের উদ্বোধনইউরোপের চার দেশে বাংলাদেশি শ্রমিক নেয়ার প্রক্রিয়া শুরু