• মঙ্গলবার   ২৮ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৩ ১৪২৯

  • || ০৫ রমজান ১৪৪৪

গোবিন্দগঞ্জে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস অনুষ্ঠিত

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৩  

গোবিন্দগঞ্জে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গতকাল অনুষ্ঠানের প্রধান অতিথি গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী গোবিন্দগঞ্জ সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়াম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান, পৌর সভার মেয়র মুকিতুর রহমান রাফি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদু। পুরস্কার বিতরণ উপলক্ষে গোবিন্দগঞ্জের ইউএনও (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) এসএম আব্দুলাহ বিন শফিকের সভাপতিত্বে এবং প্রভাষক দীপক করের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাকিলা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম পারভেজ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোকাররম হোসেন রানা প্রমুখ।
প্রতিযোগিতায় উপজেলার স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দৈনিক গাইবান্ধা
দৈনিক গাইবান্ধা