বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ || ১৩ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৬:৪২, ২ জানুয়ারি ২০২৩

শেষ মুহূর্তে চলছে গাইবান্ধায় উপ-নির্বাচনের প্রচারণা

শেষ মুহূর্তে চলছে গাইবান্ধায় উপ-নির্বাচনের প্রচারণা

জাতীয় সংসদের গাইবান্ধা- ৫ আসনের উপ-নির্বাচনের প্রচারণা শেষ হবে আজ মধ্যরাতে। শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা।  আগের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছে কমিশন। 

গতবছর ১২ অক্টোবর অনিয়মের অভিযোগে স্থগিত হয় গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচন কমিশনের নতুন তফসিল অনুযায়ী, আগামী চৌঠা জানুয়ারি এই আসনে আবারও ইভিএমের মাধ্যমে হবে ভোটগ্রহণ। সোমবার (২ জানুয়ারি) মধ্যরাতে শেষ হবে প্রচার-প্রচারণা। ৫ প্রার্থীর মধ্যে এক স্বতন্ত্র প্রার্থী সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীসহ বাকিরা শেষ মুহূর্তে জোর প্রচারণা চালাচ্ছেন। 

আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপন বলছেন, নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। নির্বাচনে জয় পাবেন বলে আশাবাদী তিনি।

সুষ্ঠু পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানালেন জনগন। এদিকে, আগের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নির্বাচন সুষ্ঠু করতে সব প্রস্তুতি নিয়েছে কমিশন। 

গতবছর ২৩ জুলাই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া মারা গেলে আসনটি শূন্য হয়।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ