মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪ || ৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৭:২২, ৫ ডিসেম্বর ২০২২

স্থায়ীভাবে বালাসী-বাহাদুরাবাদ নৌরুট চালু থাকবে-বিআইডব্লিউটিএ

স্থায়ীভাবে বালাসী-বাহাদুরাবাদ নৌরুট চালু থাকবে-বিআইডব্লিউটিএ

বাংলাদেশ অভ্যান্তরিন নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক বলেছেন, বালাসী-বাহাদুরাবাদ নৌরুট স্থায়ীভাবে চালু রাখতে সব ধরণের পদক্ষেপ গ্রহণ করা হবে। গাইবান্ধার ঘাঘট নদীর সাথে সংযোগ করে লঞ্চঘাটটি স্থানান্তর করার সমীক্ষা চলছে।

দেড় মাস থেকে এরুটে লঞ্চ চলাচল বন্ধ থাকার বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, শুকনো মৌসুমে বালাসীঘাট সচল রাখতে আড়াই কিলোমিটার রাস্তা তৈরি করে কোচখালির চরে অস্থায়ীভাবে লঞ্চঘাট স্থানান্তর করা হবে। 

রোববার (৪ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় বিআইডব্লিউটিএ কর্তৃক শীতবস্ত্র বিতরণ শেষে বাংলাদেশ অভ্যান্তরিন নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক উপরোক্ত কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক রবিউল হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওছার আলী, কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা শালু প্রমুখ। 

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়