মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪ || ৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৭:১৪, ৫ ডিসেম্বর ২০২২

গাইবান্ধায় মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের মানববন্ধন

গাইবান্ধায় মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের মানববন্ধন

গাইবান্ধায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যুদ্ধ অপরাধীদের তালিকা প্রকাশ করে সম্পত্তি বাজেয়াপ্তের দাবিতে মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৪ ডিসেম্বর) সকাল ১১ টায় গাইবান্ধা শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা দুই দফা দাবি তুলে ধরে বলেন, বাংলাদেশে বসবাসরত চিহ্নিত সকল যুদ্ধ অপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত ও রাজাকারদের তালিকা প্রকাশের জন্য সংশ্লিষ্ট বরাবরে দাবি জানান ।

এ সময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কার্য কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী কুটির শিল্প বিষয়ক সম্পাদক মেহেদী হাসান বাবু, গাইবান্ধা জেলা সহ-সভাপতি আহসান হাবীব নাহিদ,সাধারণ সম্পাদক হাসিখুজ্জামান শশী, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন, রবিউল ইসলাম রবি, রাখু মিয়া, রুবেল মিয়া, আব্দুর রহিম, মামুন মিয়াসহ অন্যান্য নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।

পরে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে যুদ্ধ অপরাধীদের তালিকা প্রকাশ ও তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়