মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪ || ৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৬:৫৩, ৪ ডিসেম্বর ২০২২

গাইবান্ধায় আন্তর্জাতিক এবং জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

গাইবান্ধায় আন্তর্জাতিক এবং জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

“অন্তর্ভূক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনমুখী পদক্ষেপ : প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভূমিকা প্রতিপাদ্য এবারের বিষয় নিয়ে গাইবান্ধায় ৩১তম আন্তর্জাতিক এবং ২৪তম জাতীয় প্রতিবন্ধী প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যাগে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের সমাজসেবা অধিদপ্তরের কার্যালয় হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. ফজলুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. রবিউল হাসান।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মিয়া, বীর মুক্তিযোদ্ধা ময়নুল হক রাজা, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, প্রতিবন্ধী বিষয়ক অফিসার মো. আকতার হোসাইন, সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আফরোজ জাহান, পুলিশ সুপারের প্রতিনিধি ডিআইও হুমায়ন কবির, জেলা সমাজসেবা অধিদপ্তরের রেজিস্ট্রেশন অফিসার মো. মিজানুর রহমান, পলাশবাড়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সুফিয়ান, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ্ নাছির উদ্দিন, মো. শহিদুল ইসলাম, মো. আশরাফুল ইসলাম শিপন কুমার শাহাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়