শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১১:০৫, ৩০ সেপ্টেম্বর ২০২২

গাইবান্ধায় তুলির আঁচড়ে ফুটে উঠছে দেবীর অবয়ব

গাইবান্ধায় তুলির আঁচড়ে ফুটে উঠছে দেবীর অবয়ব

গাইবান্ধায় বেশির ভাগ মণ্ডপে প্রতিমা তৈরিতে মাটি ও রঙের কাজ শেষ করে এনেছেন শিল্পীরা। কোথাও কোথাও সার্বিক প্রস্তুতি প্রায় শেষ। তুলির আঁচড়ে ফুটে উঠছে দুর্গতিনাশিনী দুর্গার অবয়ব। দুর্গার সঙ্গে স্থান পাচ্ছে লক্ষ্মী, কার্তিক ও গণেশের মূর্তিও। সব মিলিয়ে চারিদিকে সাজ সাজ রব।

প্রতিমা শিল্পী যাদব পাল। প্রতিমা তৈরির নিখুঁত হাত তার। তিনি কাজ করছেন গাইবান্ধা শহরের মধ্যপাড়ার পূজা মণ্ডপে। তাঁর হাতের ছোঁয়ার প্রতিমার অবয়বগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে। তিনি বলেন, প্রতিমা তৈরিতে যেসব জিনিসপত্র ব্যবহার করতে হয়, তার দাম বেড়ে যাওয়ায় আমাদের লাভের অংকটা কম হচ্ছে। এভাবে চলতে থাকলে আগামীতে হয়তো অনেকেই এ পেশা ছেড়ে দেবেন।’

আগামী ১ অক্টোবর শনিবার মহাষষ্ঠী পূজার মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা শুরু হবে। এ বছর গাইবান্ধা জেলায় ৬২০টি মন্দির ও মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ