দৈনিক গাইবান্ধা
  • বৃহস্পতিবার ০৫ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৯ ১৪৩০

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৫

গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২২  

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সারা দিনব্যাপী বর্ষাত্তোর পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
 
(২৮ সেপ্টেম্বর) মঙ্গলবার সকালে বর্ষাত্তোর ডেঙ্গুর সংক্রমণ প্রতিরোধে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতির নেতৃত্বে ডাক্তার,নার্স,মিডওয়াইফ ও স্যাকমোসহ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে এখন থেকে নিয়মিত এ কর্মসূচি চলমান থাকবে।
 
এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জাফরিন জিতি বলেন,ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার বিকল্প নেই। বদ্ধপানি জমে না থাকা, অফিস কক্ষ, অফিসের আঙ্গিনা ও আশেপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখা এবং নিয়মিত মশার ওষুধ ছিটিয়ে দেওয়ার মাধ্যমে এডিস মশার বিস্তার রোধ করার ব্যাপারে ব্রিফিং করে কার্যক্রম শুরু করেন। বর্তমান সময়ে ডেঙ্গু এবং মশাবাহিত রোগসমূহকে প্রতিরোধ করতে এডিস মশার বিস্তার রোধ করা অত্যন্ত জরুরি। এছাড়াও এ বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
দৈনিক গাইবান্ধা
দৈনিক গাইবান্ধা