গাইবান্ধা নির্বাচন কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন ও গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দী প্রার্থীগনের সাথে মতবিনিময় সভা করেছেন নির্বাচন কমিশনার রাসেদা সুলতানা। বুধবার (২৮ সেপ্টেম্বর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক অলিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
তিনি বলেন, ভালোবাসা দিয়ে ভোটারদের ভোট অর্জন করতে হবে, পেশী শক্তির জোড়ে নয়। নির্বাচনের ব্যাপারে যে কেউ ব্যত্যয় ঘটালে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- পুলিশ সুপার তৌহিদুল ইসলাম, রংপুর বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাহাতাব উদ্দিন, রাজশাহী বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিব সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রয়াত ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গাইবান্ধা-৫ আসনটি শূণ্য হয়। এ আসনে উপ-নির্বাচন আগামী ১২ অক্টোবর সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ১৪৫ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মোট তিন লাখ উনচল্লিশ হাজার ৭৪৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এছাড়া আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে ৭টি ভোট কেন্দ্রে মোট এক হাজার ১২৪ জন স্থানীয় জন প্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
দৈনিক গাইবান্ধা