দৈনিক গাইবান্ধা
  • বুধবার ০৪ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৯ ১৪৩০

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৫

গাইবান্ধায় ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২২  

গাইবান্ধা সদর উপজেলায় ১০ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে জেলা পুলিশ লাইন্সের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

 গ্রেফতাররা হলেন- লালমনিরহাট সদরের মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামের মতিউর রহমান (৩০) ও একই গ্রামের সুজন মিয়া (২৫)।  গাইবান্ধা ট্রাফিক পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জসিম মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে গাইবান্ধা পুলিশ লাইন্সের সামনে একটি মোটরসাইকেলের গতি রোধ করে তল্লাশি করা হয়। এ সময় ১০ কেজি গাঁজাসহ আরোহী ওই দুই যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা গাঁজা নিয়ে লালমনিরহাট থেকে গাইবান্ধার সাঘাটার দিকে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন। এ ঘটনায় তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

দৈনিক গাইবান্ধা
দৈনিক গাইবান্ধা