গাইবান্ধায় নৌকায় পক্ষে কাজ করতে সেচ্ছায় চাকুরী থেকে অব্যহতি

আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত নৌকা মার্কার প্রার্থী সাবেক ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান রিপনের নৌকার পক্ষে কাজ করার জন্য সেচ্ছায় চাকুরী থেকে অব্যহতি।
গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের নৌকার পক্ষে কাজ করার জন্য সেচ্ছায় গণ উন্নয়ন কেন্দ্রের উন্নয়ন সহযোগী কর্মী হিসেবে দারিয়াপুর শাখায় কর্মরত ছিলেন। চাকুরী থেকে অব্যহতি দেওয়া ব্যক্তির নাম ওয়াসিম আকরাম।
ওয়াসিম আকরামের গ্রামের বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ২নং উড়িয়া ইউনিয়নের সে স্থানীয় বাসিন্দা। এবং সে উড়িয়া ইউনিয়ন শাখা আওয়ামী সেচ্ছাসেবকলীগের বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
ওয়াসিম আকরামের সাথে যোগাযোগ করলে তিন বলেন্, আমি ছাত্র রাজনীতি থেকে আওয়ামী লীগকে শ্রদ্ধা ও ভালবাসি। আমি একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে নিজেকে গড়ে তুলতে ও নিজেকে আওয়ামী লীগের একজন সৎ, নির্ভীক, রাজপথের লড়াকু সৈনিক হিসেবে কাজ করতে চাই।
পরে এক প্রশ্নের জবাবে বলেন, আসন্ন গাইবান্ধা -৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের নৌকার পক্ষে কাজ করার জন্য আমি গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর শাখায় গণ উন্নয়ন কেন্দ্রের উন্নয়ন সহযোগী হিসেবে চাকুরী করতাম। কিন্তু যখনি আমার কাছে খবর এলে যে আসন্ন গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত নৌকা মার্কার প্রার্থী ঘোষণা করা হয়েছে। তখনি আমি সিদ্ধান্ত নেই। নিজেকে বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে কাজ করতে সেচ্ছায় গণ উন্নয়ন কেন্দ্রের উন্নয়ন সহযোগী হিসেবে চাকুরী থেকে অব্যহতি দেই।
দৈনিক গাইবান্ধা