শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৫:০২, ২৯ আগস্ট ২০২২

সাঘাটায় ঘর পেল ১শত ৭০টি গৃহহীন ভুমিহীন পরিবার

সাঘাটায় ঘর পেল ১শত ৭০টি গৃহহীন ভুমিহীন পরিবার

প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ মুজিব বর্ষ উপলক্ষে সাঘাটা উপজেলার প্রায় ৫ কোটি টাকা ব্যায়ে গৃহহীন ও ভূমিহীন প্রকল্পের আওতায় ১শত ৭০টি পরিবারের ঘর নির্মানের কাজ চলছে। ইউএনও সাঘাটা তদারকীতে ইতি মধ্যেই সিংহ ভাগ ঘরের কাজ সম্পূন্ন হয়েছে। এসব নির্মান কাজ সম্পূর্ণ হলে উপজেলার ভূমিহীন আশ্রয়হীন পরিবারদের আর্থসামাজিক উন্নয়ন ঘটবে এবং আশ্রয়হীন পরিবাররা তাদের আশ্রয় স্থল পাবে। সরজমিনে গেলে, উপজেলার বোনারপাড়া ইউনিয়নের দলদলিয়া গ্রামের সুফল ভোগি অমুল্য জানান, আমার বাপ দাদার কোন জমি-জমা না থাকায় আমরা অন্যের জায়গায় আশ্রয় নিয়ে দীর্ঘদিন থেকে অতিকষ্টে জীবন যাপন করছিলাম। প্রধান মন্ত্রীর দেয়া জমি ও ঘর পেয়ে আমরা খুশি। জুমারবারী ইউনিয়নের মেছট গ্রামের সুফল ভোগি রুহুল আমিন জানান, নদী ভাঙ্গনে আমরা আশ্রয়হীন হয়ে পরে ছিলাম। ইউএনও স্যারের সহযোগিতায় আমি প্রধানমন্ত্রীর ঘর পাওয়ায় এখন আমাদের আশ্রয় স্থল হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন জানান, মুজিব বর্ষ উপলক্ষে প্রধান মন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে ভূমিহীন ও গৃহহীন পরিবারদের যে ঘর গুলো নির্মান করা হচ্ছে তা আমি নিজে তদারকি করছি। উপকার ভোগিদের নির্বাচনের ক্ষেত্রে সরজমিনে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ও স্ব স্ব ইউনিয়নের চেয়ারম্যানদের নিয়ে উপকার ভোগি নির্বাচন করা হয়েছে। যাতে প্রকৃত ছিন্নমূল আশ্রয়হীন পরিবারেরা ঘর পান। এছাড়াও এসব ঘরের নির্মান কাজগুলো আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকেও পরিদর্শন করে আসছেন।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপনদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরঈদে বেড়েছে রেমিট্যান্স, ফের ২০ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতেনেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিতআয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দনজুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেইগোবিন্দগঞ্জে কাজী রাশিদা শিশু পার্কের উদ্বোধনইউরোপের চার দেশে বাংলাদেশি শ্রমিক নেয়ার প্রক্রিয়া শুরু