দৈনিক গাইবান্ধা
  • বুধবার ০৪ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৯ ১৪৩০

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৫

সাদুল্লাপুরে বঙ্গমাতার জন্মদিনে সেলাই মেশিন ও ক্রেস্ট বিতরণ

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত: ৯ আগস্ট ২০২২  

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৭ জন অসহায় দুস্থ নারীকে বিনামূল্যে সেলাই মেশিন ও নগদ টাকা দেওয়া হয় এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ গুরুত্বপূর্ণ অবদান রাখায় ক্রেস্ট প্রদান করা হয়।

সোবমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা শেষে নারীদের সেলাই মেশিন তুলে দেন গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি। এর আগে উন্মে কুলসুম স্মৃতি এমপি দলীয় নেতাকর্মীদের নিয়ে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাইফুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক সহীদুল্যাহেল কবির ফারুক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আজমী, প্রেসক্লাব সভাপতি শাহজাহান সোহেল, শিক্ষার্থী মানসুরা আক্তার প্রমুখ।

দৈনিক গাইবান্ধা
দৈনিক গাইবান্ধা