• সোমবার ২৯ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৫ ১৪৩০

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৪

গাইবান্ধা ব্রীজরোড দুর্গাবাড়ি মন্দির ছাদ বর্ধিতকরণ কাজের উদ্বোধন

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত: ৭ আগস্ট ২০২২  

গাইবান্ধা শহরের ব্রীজরোড দুর্গাবাড়ি মন্দির কমিটির আয়োজনে ৫ আগষ্ট শুক্রবার রাতে ব্রীজরোড দুর্গাবাড়ি মন্দির এর ভোগ ঘরের সংস্কার ও ছাদ বর্ধিতকরণ কাজের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ব্রীজরোড দুর্গাবাড়ি মন্দির এর অফিস রুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- গাইবান্ধা পৌরসভার মেয়র মমতলুবর রহমান। সভাপতিত্ব করেন ব্রীজরোড দুর্গাবাড়ি মন্দির কমিটির সভাপতি দুর্লভ চন্দ্র মন্ডল।

স্বাগত বক্তব্য রাখেন- ব্রীজরোড দুর্গাবাড়ি মন্দির কমিটির সাধারন সম্পাদক নিলাদ্রী সরকার। উক্ত মন্দির কমিটির প্রচার সম্পাদক অশোক সাহার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- কাউন্সিলর মাহফুজা খানম মিতা ও শেখ শাহীন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মন্দির কমিটির মাতৃসঙ্গর সদস্য গোলাপী রানী মহন্ত। এ সময় উপস্থিত ছিলেন- ব্রীজরোড দুর্গাবাড়ি মন্দির কমিটির সহ সভাপতি দীপক কুমার সিংহ,কোষাধ্যক্ষ স্বপন সরকার, সদস্য লাভা দে, প্রদীপ দাশ, ঠিকাদার ও যুবলীগ নেতা তাসের আহমেদ সহ অনেকে।

শেষে দুর্গাবাড়ি মন্দির এর ভোগ ঘরের সংস্কার ও ছাদ বর্ধিতকরণ কাজের শুভ উদ্বোধন করেন মেয়র মতলুবর রহমান। এর আগে অতিথিদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়। প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন ছায়া রানী সরকার ও উত্তরীয় পরিধান করেন মৌসুমী সরকার, কাউন্সিলর মিতাকে বরণ করেন গোলাপি রানী মহন্ত, শেখ শাহীনকে বরণ করেন আকাশী রানী সাহা ও ঠিকাদার শাহেদকে বরণ করেন রনী চাকী।

দৈনিক গাইবান্ধা
দৈনিক গাইবান্ধা