বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ || ১৩ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১২:২০, ২৭ মে ২০২২

সাঘাটায় অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ শুরু

সাঘাটায় অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ শুরু

গাইবান্ধার সাঘাটায় খাদ্যগুদামে সরকারীভাবে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মে) বোনারপাড়া খাদ্যগুদাম চত্বরে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর আনুষ্ঠানিকভাবে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম কর্মসূচীর উদ্বোধন করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সরদার মোস্তফা শাহিন, উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ এইচ এম তৌহিদুল্ল্যাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাদেকুজ্জামান, বোনারপাড়া ইউপি চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন, বীর মুক্তিযোদ্ধা নাজমুল হুদা দুদু, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান, আব্দুল হালিম, আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।

সরকারীভাবে সরাসরি কৃষকের কাছ থেকে প্রতিকেজি বোরো ধান ২৭ টাকা মূল্যে মোট ১ হাজার ৩১৭ মেট্রিক টন এবং প্রতিকেজি চাল ৪০ টাকা মূল্যে মোট ২ হাজার ৭৭২ মেট্রিক টন ক্রয় করা হবে। আগামী ৩১ আগষ্ট পর্যন্ত্র এই ধান-চাল সংগ্রহ কার্যক্রম চলবে।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ