• মঙ্গলবার ৩০ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৫ ১৪৩০

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৪

পলাশবাড়ীর দুটি ইউনিয়নে কর্মসূচি কর্মসৃজন ২য় পর্যায় কাজের উদ্বোধন

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত: ১০ মে ২০২২  

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ২টি ইউনিয়নে কর্মসূচি কর্মসৃজন ২য় পর্যায় কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (১০ মে) সকাল ১০টায় উপজেলার হোসেনপুর ইউনিয়নের হাঁসবাড়ী এবং পবনাপুর ইউনিয়নের পূর্ব গোপিনাথপুর গ্রামে কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত কুমার দীপন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অঃদাঃ) রেজাউল করিম, হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু, পবনাপুর ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান, ইউপি সচিব আনারুল ইসলাম, ইউপি সদস্য খাইরুল ইসলাম, জিন্নাত, ফিরোজ, হোসেনপুর ইউপি সদস্য পল্লব মিয়া, সেলিম মিয়া, অলিউর, নুরুন্নবী ও আনোয়ারা বেগম প্রমূখ। হোসেনপুর ইউনিয়নে ২৩৬ জন ও পবনাপুর ১৮৪ জন হতদরিদ্র নারী-পুরুষ শ্রমিকরা অংশগ্রহণ করে।

দৈনিক গাইবান্ধা
দৈনিক গাইবান্ধা