শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১১:২০, ১০ মে ২০২২

ফুলছড়িতে কালাজ্বর নির্মুল বিষয়ে অবহিতকরণ সভা

ফুলছড়িতে কালাজ্বর নির্মুল বিষয়ে অবহিতকরণ সভা

ফুলছড়িতে কালাজ্বর নির্মুল কার্যক্রম জোরদার করণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রন শাখার ব্যবস্থাপনায় ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে গতকাল অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। কালাজ্বর ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জি.এম সেলিম পারভেজ। ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রফিকুজ্জামানের সভাপতিত্বে সভায় ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সহকারী পরিচালক ডাঃ মহিউদ্দিন আহমেদ, ফুলছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম মেরী, জাতীয় কালাজ্বর নির্মূল কর্মসূচির ডাটা ম্যানেজার পঙ্কজ ঘোষ, স্বাস্থ্য অধিদপ্তরের কীটতত্ত্ববিদ আলতাফ হোসেন, কালাজ্বর নির্মূল কর্মসূচির ইএমই আসাদুজ্জামান ও মোঃ ইশা, ফুলছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ মোঃ রাকিবুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব আহমেদ, উপজেলা আনছার ও ভিডিপি কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ।
অবহিতকরণ সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চিকিৎসক, শিক্ষক, ইমাম, সাংবাদিক, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহন করেন।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ