বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ || ১৩ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১২:৪১, ৭ মে ২০২২

গাইবান্ধার ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের অনন্য দৃষ্টান্ত

গাইবান্ধার ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের অনন্য দৃষ্টান্ত

রাত তখন গভীর!  হঠাৎ চোর!চোর! চিৎকার। গোয়াল ঘরে গরু নেই। হ্যা এমনটাই ঘটেছিলো গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামে। মৃত নুরুল ইসলামের ছেলে আমিনুল ইসলামের স্ত্রী বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টায় গোয়াল ঘরে গরু না দেখে চিৎকার করে। অতঃপর ধাপের হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেরাজুল হককে অবগত করলে তিনি টহল পুলিশের দ্বারা সাড়াশি অভিযানে অত্র এলাকার খামারপাড়া এলাকা হতে গরু উদ্ধার করেন এবং প্রকৃত মালিকের জিম্মায় প্রদান করেন।

অসহায় কৃষক পরিবার তাদের গরু ফিরে পেয়ে অনেক খুশি এবং ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এলাকাবাসী জানায়,তাদের এখানে ইনচার্জ সেরাজুল হকের পদচারণায় মাদক,জুয়া,সন্ত্রাস, চাদাবাজিসহ ইত্যাদি অপকর্মের ইতি ঘটার পাথেয়।

এক বিশেষ বিবৃতিতে আইসি সেরাজুল হক জানান, সেবার জন্য জনগণকে আমি যথেষ্ট সহযোগিতা করবো।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ