• সোমবার ২৯ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৫ ১৪৩০

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৪

অসুস্থদের আর্থিক সহায়তার চেক বিতরণ করেন স্মৃতি এমপি

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২২  

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর- পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য এ্যাড. উন্মে কুলসুম স্মৃতি।

উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানিক চন্দ্র রায়। সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মানিক চন্দ্র রায় জানান, উপজেলা সমাজসেবা কার্যালয়ের প্রাথমিক ভাবে আবেদনপত্র জমা হয়।এরপর সেই সকল আবেদন জেলা কার্যালয়ে পাঠানো হয়। জেলাতে যাচাই-বাছাই করে চূড়ান্ত তালিকা উপজেলায় পাঠিয়ে দেয়। সেই তালিকা অনুযায়ী ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসা সেবা হিসেবে উপজেলার ৩৬ জন রোগীর প্রত্যেককে এককালীন ৫০ হাজার টাকা করে মোট ১৮ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। এই টাকা দিয়ে গরীব, দুঃস্থ ও অসহায়রা এসব দূরারোগ্য ব্যাধির প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রোকসানা বেগম, অফিসার ইন-চার্জ প্রদীপ কুমার রায়, উপজেলা আ'লীগের সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল জলিল সরকার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এ টি এম দিদারুল ইসলাম মাসুদ, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আনোয়ারুল আজিম, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মাহফুজার রহমান মাফু, সাদুল্লাপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান সোহেল প্রমুখ।

দৈনিক গাইবান্ধা
দৈনিক গাইবান্ধা