• মঙ্গলবার ৩০ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৫ ১৪৩০

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৪

ফুলছড়িতে দৃষ্টিপ্রতিবন্ধি চিত্রা রাণী পেল পাকা ঘর

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২২  

মুজিববর্ষ উপলক্ষে দেশের ৫১৯টি থানা এলাকায় ৫২০টি গৃহহীন পরিবারকে ঘর করে দেওয়ার অংশ হিসেবে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের হরিপুর গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধি চিত্রা রাণীকে (৬০) জমি সহ একটি নতুন পাকা ঘর হস্তান্তর করেছে বাংলাদেশ পুলিশ।

রোববার (১০ এপ্রিল) গণভবন থেকে ভার্চুয়ালি গৃহ হস্তান্তর এবং প্রতিটি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য সার্ভিস ডেস্ক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন একযোগে ৪০০টি পরিবারের হাতে তুলে দেওয়া হয় নতুন ঘরের চাবি। ভার্চুয়ালি ঘর হস্তান্তরকালে ফুলছড়ি থানা সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অশ্বিনী কুমার বর্মন, আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, সাংবাদিক হাবিবুর রহমান, সাহিম রেজা, মজিবর রহমান, সুবিধাভোগী চিত্রা রাণী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী মুজিববর্ষে বাংলাদেশ পুলিশ গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ করছে। করোনা মহামারির সময় বাংলাদেশ পুলিশের মুজিববর্ষের কিছু কার্যক্রম বাস্তবায়ন না হওয়ায় সেই বেঁচে যাওয়া অর্থ দিয়ে গৃহগুলো নির্মাণ করা হচ্ছে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য সার্ভিস ডেস্ক স্থাপন করা হয়েছে। যার উদ্বোধনও আজ প্রধানমন্ত্রী করলেন। এ ডেস্কে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সমস্যা মনোযোগ সহকারে শুনে যথাযথ আইনি ব্যবস্থা নিশ্চিত করা হবে।

দৈনিক গাইবান্ধা
দৈনিক গাইবান্ধা