বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ || ১৩ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১০:৪১, ২৫ অক্টোবর ২০২১

রাজাহার ইউনিয়নে নৌকা প্রতিকে লতিফকে চেয়ারম্যান দেখতে চান ভোটাররা

রাজাহার ইউনিয়নে নৌকা প্রতিকে লতিফকে চেয়ারম্যান দেখতে চান ভোটাররা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ সরকার পনিতলা,রাজাহার সহ বিভিন্ন গ্রামে গনসংযোগ করেছেন।ভোটারদের কাছে যাচ্ছেন,ভোট ও দোয়া চাচ্ছেন। ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ সরকার বলেন, রাজাহার ইউনিয়নকে ডিজিটাল মডেল গঠন করতে গত নির্বাচনে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা মার্কার মনোনয়ন উপহার দিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছিলেন। আর আপনারা আমাকে ভোট দিয়ে জয় যুক্ত করেছিলেন। আমি,একটি অাধুনিক মডেল ইউনিয়ন গঠন করতে রাস্তা ঘাট,ব্রীজ কালভার্টসহ উন্নয়ন করেছি। আমি বিশ্বাস করি, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে পুররায় নৌকা প্রতিকের মনোনয়ন দিবেন। আমি আপনাদের প্রত্যাশা পূরনে এলাকার অসমাপ্ত কাজগুলি করতে পারবো। তিনি আরও বলেন,অনেকেই জনপ্রতিনিধি হয়ে জমি কেনে,আমি তা করিনি, সমাজের অবহেলিত মানুষের সেবা করতে গিয়ে জমি বিক্রি করেছি। নানা সড়যন্ত্রের শ্বিকার হয়েছি। তবে এসব অপেক্ষা করে আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আপনাদের পাশে আছি। আল্লাহ যদি আমাকে সন্মান দেন, তাহলে জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের কল্যানে কাজ করে যাবো। এলাকার ভোটাররাও বলেছেন, আমরা আব্দুল লতিফ সরকারকে চেয়ারম্যান নির্বাচিত করে তার পরিষদ পরিচালনা থেকে শুরু করে এলাকার উন্নয়ন কার্মকান্ড দেখিছি। তিনি কোন বিচার শালিশ করে মানুষের কাছে অর্থ আদায় করেন নি। বরং কিছু রাজাহার ইউনিয়নে ২/১জন নামধারী নেতা আছেন, যারা আজ দলের সিদ্ধান্ত অপেক্ষা করে নির্বাচনে করবেন বলে লাফাচ্ছেন। তাদের সাথে জনগনের কোন সম্পর্ক নাই। তারা বিচার শালিশ ও মাদক,কিডনি পাচার, কারবারীদের সাথে সংযুক্ত থেকে নানা অযুহাতে অর্থ আদায়কে ব্যবসায় পরিনিত করেছেন। জনশূন্য এসব নেতাদের মানুষ চেনে এবং জানে। তাদের কেউ কেউ ভোটে আসতে চাচ্ছেন। তাদেরকে জনগন অবশ্যই প্রত্যাক্ষান করবে।আর চেয়ারম্যান আব্দুল লতিফ সরকার বিভিন্ন সময় প্রতিবন্ধকতা অপেক্ষা করে সব কিছুর উর্দ্ধে থেকে ন্যায় বিচারের চেষ্টা করেছেন। সমাজের অবহেলিত দুস্থ মানুষের জন্য শুধু পরিষদ নয় ব্যক্তিগত ভাবে সহায়তা করে অবদান রেখেছেন। তাই আমরা এবারও দলমত নির্বিশেষে আমাদের পরিক্ষিত এই মানুষকে আবারও নির্বাচিত করবো। উন্নয়নের ধারা অব্যাহত রাখবো ।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ