বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ || ৩ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৫:০৫, ২১ অক্টোবর ২০২১

প্রার্থীদের দৌড়ঝাঁপ ও গণসংযোগে পলাশবাড়ীতে নির্বাচনী উত্তাপ

প্রার্থীদের দৌড়ঝাঁপ ও গণসংযোগে পলাশবাড়ীতে নির্বাচনী উত্তাপ

তৃতীয়ধাপে পলাশবাড়ী উপজলোর ছয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফশীল ইতোমধ্যেই ঘোষিত হয়েছে। আগামী ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠানের নির্দিষ্ট দিন সামনে রেখে নৌকায় উঠতে দৌঁড়ঝাপ শুরু করেছেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৬ ইউনিয়নের প্রায় তিন ডজন প্রার্থী। তারা সকলেই আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী।

 

ইউপি নির্বাচনকে ঘিঁরে এ উপজেলার ছয় ইউনিয়নে এখন বইছে নির্বাচনী হাওয়া। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেতে প্রায় তিন ডজন নেতাকর্মী অনেক আগে থেকেই বিলবোর্ড, ব্যানার-পোষ্টার দিয়ে শুভেচ্ছার মাধ্যমে নিজেদের প্রার্থীতার পরিচিতি তুলে ধরছেন। এছাড়াও তাদের কর্মী-সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছেন। প্রার্থীরা নির্বাচন ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপুজায় নিজস্ব তহবিল থেকে আর্থিক সহযোগিতা প্রদান করে মন্ডপে মন্ডপে গিয়ে শুভেচ্ছা বিনিময়ও সম্পন্ন করেছেন। দলীয় মনোনয়ন পেতে তারা উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেছেন। তারা সকলেই এখন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহের নিমিত্তে রাজধানী ঢাকায় অবস্থান করছেন।

 

উপজেলার হোসেনপুর ইউনিয়নে মনোনয়ন প্রত্যাশী ৪ জন। তাঁরা হলেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সদস্য তৌফিকুল আমিন মন্ডল টিটু, ইউপি আওয়ামী লীগ সভাপতি মজনুর রহমান ময়নুল মাস্টার, যুবলীগ নেতা গতবারের নৌকা প্রতীক প্রাপ্ত আহমেদুল কবির রাঙ্গা এবং আনিছুর রহমান ফিরোজ।

 

মহদীপুর ইউয়িনে মনোনয়ন প্রত্যাশী ৬ জন। তাঁরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জান্নাতুন নবী রিপন, সাধারণ সম্পাদক মহিউজ্জামান খোকন, সাবেক চেয়ারম্যান নূরুল আমিন সরকার সুজা, উপজেলা কৃষকলীগ সভাপতি আদম মালিক চৌধুরী মহব্বত ও যুবলীগ নেতা শাহ জামিল।

 

বেতকাপা ইউনিয়নে মনোনয়ন প্রত্যাশী ৮ জন। তাঁরা হলেন ইউপি আওয়ামী লীগ সভাপতি আঃ গণি সরকার, সাধারণ সম্পাদক এবিএম সামছুল আলম লিটু, গতবারের নৌকা প্রতীক প্রাপ্ত আ’লীগ নেতা মতলুবর রহমান মিলন, আফজাল হোসেন, ফয়জুল ইসলাম, যাদু মিয়া, কৃষকলীগ নেতা আঃ মজিদ আকন্দ ও রুহুল আমিন সরকার।

 

পবনাপুর ইউনিয়নে মনোনয়ন প্রত্যাশী ৮ জন। তাঁরা হলেন ইউনিয়ন আ'লীগ সভাপতি ছিদ্দিকুল ইসলাম রবি,সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম আরজু, মাহবুবুল আলম বিএসসি, যুবলীগ নেতা উদীয়মান নেতৃত্ব শাহীন খন্দকার, মোরশেদ-উল-আরেফীন শ্যামল, শাহাদাত হোসেন লিটন, উপজেলা তাঁতীলীগ সাধারণ সম্পাদক সাকলাইন মাহমুদ সজীব ও উপজেলার একমাত্র নারী প্রার্থী ওই ইউপির সাবেক চেয়ারম্যান শাহানাজ পারভীন।

 

মনোহরপুর ইউনিয়নে মনোনয়ন প্রত্যাশী ৪ জন। তাঁরা হলেন ইউপি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গতবারের নৌকা প্রতীক প্রাপ্ত আব্দুল ওহাব প্রধান রিপন, আব্দুল্লাহ আল মামুন জীম মন্ডল, জাকিরুল ইসলাম ও মফেজ উদ্দিন শেখ।

 

হরিনাথপুর ইউনিয়নে মনোনয়ন প্রত্যাশী ৫ জন। তাঁরা হলেন ইউপি আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান আতিক, সাবেক চেয়ারম্যান অ্যাড. জরিদুল হক, এম.এ হান্নান মাস্টার, ইউপি আ’লীগ নেতা হাবিবুল ইসলাম ডাফরিন ও আজহারুল ইসলামসহ প্রায় তিন ডজন আওয়ামী লীগ নেতা নৌকার মনোনয়ন পেতে প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। নৌকা পেতে তারা প্রত্যেকেই শতভাগ আশাবাদী। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কার ভাগ্যে জোটে নৌকা প্রতীক।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপনদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরঈদে বেড়েছে রেমিট্যান্স, ফের ২০ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতেনেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিতআয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দনসুইজারল্যান্ডে স্কলারশিপ পাওয়ার উপায় কিবৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলাসবাই ঈদের নামাজে গেলে শাহনাজের ঘরে ঢুকে প্রেমিক রাজু, অতঃপর...