শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৭:৫৪, ১৯ অক্টোবর ২০২১

ফুলছড়িতে সবার উপযোগি শতভাগ হাতধোয়ার প্রযুক্তিযুক্ত ওয়ার্ড ঘোষণা

ফুলছড়িতে সবার উপযোগি শতভাগ হাতধোয়ার প্রযুক্তিযুক্ত ওয়ার্ড ঘোষণা

গাইবান্ধার ফুলছড়িতে সবার উপযোগি শতভাগ হাত ধোয়ার প্রযুক্তিযুক্ত ওয়ার্ড ঘোষণা অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) এসকেএস ফাউণ্ডেশনের সমতা প্রকল্পের বাস্তবায়নে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগীতায় উড়িয়া ইউনিয়নের রতনপুর রহমানিয়া দাখিল মাদরাসা চত্বরে এক বিশেষ অনুষ্ঠানের মধ্যদিয়ে ৭নং ওয়ার্ডকে ‘সবার উপযোগি শতভাগ হাত ধোয়ার প্রযুক্তিযুক্ত ওয়ার্ড’ এর ঘোষণা করেন উড়িয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান সরকার।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ইউনুস আলী, উড়িয়া ইউপি সচিব রফিকুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান সরকার, ইউপি সদস্য হায়দার আলী, চাঁন মিয়া, নজরুল ইসলাম, রতনপুর রহমানিয়া দাখিল মাদরাসার সুপার মোজাম্মেল হক, সিভিএ সদস্য আবুল খায়ের, এসকেএস ফাউণ্ডেশনের সমতা প্রকল্পের জেলা সমন্বয়কারী হাসিনা পারভিন, উপজেলা সমন্বয়কারী মোফাচ্ছেল হক, প্রজেক্ট অফিসার শহিদুল ইসলাম প্রমুখ।

পরে এ ওয়ার্ডের প্রত্যেক পরিবারকে হাত ধোয়ার প্রযুক্তি স্থাপনের বিষয়ে সচেতন ও সহযোগীতা করায় ভাল কর্মের স্বীকৃতি স্বরুপ এসকেএস ফাউণ্ডেশনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সভায় জানানো হয়, উড়িয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ৩৭৮টি পরিবার সবার উপযোগি হাত ধোয়ার প্রযুক্তি ব্যবহার করছে এবং খোলা জায়গায় কেউ মলত্যাগ করে না। এ ওয়ার্ডের প্রতিটি পরিবারের সকলেই বর্তমানে হাত ধোয়ার প্রযুক্তি ব্যবহার করছে। পরিবারগুলির মধ্যে ১৭টি নারী প্রধান পরিবার এবং ৩৬১টি পুরুষ প্রধান পরিবার, ২৩টি প্রতিবন্ধী পরিবার রয়েছে।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপনদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরঈদে বেড়েছে রেমিট্যান্স, ফের ২০ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতেনেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিতআয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দনজুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেইগোবিন্দগঞ্জে কাজী রাশিদা শিশু পার্কের উদ্বোধনইউরোপের চার দেশে বাংলাদেশি শ্রমিক নেয়ার প্রক্রিয়া শুরু