শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৬:৫৫, ১৪ অক্টোবর ২০২১

গাইবান্ধায় প্রকল্পের কাজের উদ্বোধন করলেন হুইপ গিনি

গাইবান্ধায় প্রকল্পের কাজের উদ্বোধন করলেন হুইপ গিনি

এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় গাইবান্ধা পৌর এলাকায় সর্দারপাড়া জেস্ট মোহাম্মাদের বাড়ি থেকে ঘাঘট লেক পর্যন্ত ঢাকনাসহ ৩৬০ মিটার দীর্ঘ একটি আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। এ প্রকল্পটি বাস্তবায়নে ৩৬ লাখ ১০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

 

আজ বৃহস্পতিবার এ কাজের ভিত্তি স্থাপনকালে হুইপ গিনি বলেন, গাইবান্ধা শহরের অলিগলিতে ব্যাপক উন্নয়নের ছোঁয়া লেগেছে বর্তমান সরকারের আমলে। ইতিপূর্বে কোন সরকারের আমলে গাইবান্ধায় কোন উন্নয়ন হয়নি।

 

বর্তমান সরকার উন্নয়নের সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে আজ উন্নয়নের জোয়ার বইছে। মানুষের জীবন-জীবিকার ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।

 

প্রকল্পের কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. মতলুবর রহমান, বীর মুক্তিযোদ্ধা ওয়াশিকার মো. ইকবাল মাজু, কাউন্সিলর রোকনুজ্জামান রোকন, শেখ সর্দার আসাদুজ্জামান হাসু, কামাল হোসেন, কাজী হুমায়ুন কবির স্বপন, সংরক্ষিত কাউন্সিলর সাবিনা ইয়াসমিন, পৌরসভার প্রকৌশলী মো. রেজাউল হক প্রমুখ।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ