শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১০:৫৭, ৩০ সেপ্টেম্বর ২০২১

সুন্দরগঞ্জে মানবাধিকার কমিশন সদস্যদের কার্ড বিতরণ

সুন্দরগঞ্জে মানবাধিকার কমিশন সদস্যদের কার্ড বিতরণ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মানবাধিকার কমিশনের সদস্যদের পরিচিতি সভা ও কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সংগঠনের আয়োজনে উপজেলার বামনডাঙ্গা কমিশনের অফিস কার্যালয়ে ওই কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়। এর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এতে বক্তারা বলেন, সমাজের অবহেলিত-নির্যাতিত মানুষের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ মানবাধিকার কমিশন দীর্ঘদিন থেকে দেশের বিভিন্ন অঞ্চলে কাজ করে যাচ্ছে। মানবাধিকার কমিশনের সকল সদস্যরা মানবসেবায় নিজেকে নিয়োজিত রাখবেন বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

সভায় বাংলাদেশ মানবাধিকার কমিশনের সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান নজমুল হুদার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষানবিশ আইনজীবী ও কমিশনের গাইবান্ধা সদর উপজেলার সভাপতি এবং মানবাধিকার ম্যাগাজিনের বিশেষ প্রতিনিধি সালাহ উদ্দিন কাশেম, বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) শফিকুজ্জামান, এনআরবিসি ব্যাংকের বামনডাঙ্গা শাখার ম্যানেজার লাবিব খন্দকার, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, বামনডাঙ্গা মেধাবিকাশ শিক্ষালয়ের পরিচালক গোলাম সারোয়ার প্রমুখ।

এ সময় সুন্দরগঞ্জ উপজেলার শাখার কমিশনের সকল সদস্যসহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত আলোচনা সভাটি সঞ্চালন করেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সুন্দরগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মো. মমিনুর ইসলাম।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ