বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ || ১৩ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১১:০১, ১৯ সেপ্টেম্বর ২০২১

৩৩৩ কল করে খাদ্য সহায়তা পেল সাদুল্লাপুরের ৬০ কর্মহীন পরিবার

৩৩৩ কল করে খাদ্য সহায়তা পেল সাদুল্লাপুরের ৬০ কর্মহীন পরিবার

জাতীয় হেল্পলাইন ৩৩৩ নম্বরে কল করে খাদ্য সহায়তা পেয়েছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৬০টি কর্মহীন ও অসহায় পরিবারের মানুষ। কনিবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সাদুল্লাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

কোভিট-১৯ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও উপহার হিসেবে এই খাদ্য সামগ্রী তুলে দেন সাদুল্লাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ সাহারিয়া খান বিপ্লব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা বেগম।

খাদ্য সহায়তার মধ্যে ছিলো পরিবার প্রতি ১০কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিড়া ও ১ কেজি লবন।

সাদুল্লাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ রেজাউল করীম জানান, উপজেলার ১১ ইউনিয়নের খাদ্য সংকটে পড়া পরিবারের অনেকেই ৩৩৩ কল দিয়ে খাদ্য সহায়তা চেয়ে আবেদন করেন। এ পর্যন্ত ১১৯টি আবেদনের মধ্যে থেকে যাচাই-বাছাই করে মাত্র ৬০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ