শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১০:৪১, ১৮ সেপ্টেম্বর ২০২১

নৌকা বাইচ প্রতিযোগিতায় বাঙ্গালীর তীরে জনস্রোত

নৌকা বাইচ প্রতিযোগিতায় বাঙ্গালীর তীরে জনস্রোত

আবহমান গ্রামবাংলার নদ-নদীতে এতিহ্যবাহী খেলা নৌকা বাইচ। এ প্রতিযোগিতাটি উপভোগ করতে গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাঙ্গালী নদের তীরে জনস্রোতে পরিনত হয়। নারী-পুরুর, যুবক-যুবতীসহ নানা বয়সের মানুষেরা বাঙ্গালীর দুই পাড়ে কানায় কানায় ভরে যায়।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের বোচাদহ গ্রামবাসির উদ্যোগে বোচাদহ বাঙ্গালী নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এসময় উৎসুক জনতার ভিড়ে পা ফেলানোর যায়গা ছিল না।

এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। এছাড়াও মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শহিদুল ইসলাম, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি লুৎফর রহমান, ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ।

নৌকা বাইচ খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের কুশেরঘোপ গ্রামের দশের দোয়া নৌকা ও রানার্সআপ গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের সোনাইডাঙ্গা গ্রামের মায়ের দোয়া নৌকার বাইচেলদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

 

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ