শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৪:৪০, ১৮ সেপ্টেম্বর ২০২১

বই পড়ার অভ্যাস মানুষকে ধ্বংস করে না: কবিতা খানম

বই পড়ার অভ্যাস মানুষকে ধ্বংস করে না: কবিতা খানম

 

বাংলাদেশ নির্বাচন কমিশনার(ইসি) বেগম কবিতা খানম চৌধুরী বলেছেন, যে জীবনের উদারতা-মানবতা নেই তা কোনদিন জীবন নয়। বই পড়ার অভ্যাস কোনোদিন মানুষকে ধ্বংস করে না বরং উজ্জীবিত করে।

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের পার্বতীপুরের পাশের গ্রামের ঠুটিয়াপাকুর বাজারে পাঠাগার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তাঁর নানা শ্বশুর মরহুম ডা. দেলওয়ার হোসেন চৌধুরীর নামানুসারে এই স্মৃতি পাঠাগারটি উদ্বোধন করা হয়।

বেগম কবিতা খানম চৌধুরী আরও বলেন, ধ্বংসের নেশা থেকে বেরিয়ে এসে বই পড়ার নেশায় ধাবিত হতে হবে। ছেলে-মেয়েদের মানুষ হিসেবে গড়ে তুলতে হলে নিজেদের স্বার্থের ব্যস্ততার মোহ সম্বরণ করতে হবে।

বাংলাদেশ হেরিটেজ স্ট্যাডি এন্ড ডেভলপমেন্ট ফাউন্ডেশন পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি মো.মারুফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও হেরিটেজ বাংলাদেশের উপদেষ্টা মো.জাকির হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন, গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবুর রহমান, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল)উদয় কুমার সাহা, থানার ওসি মো. মাসুদ রানা, উপজেলা নির্বাচন অফিসার শাহীনুর আলম, অধ্যক্ষ মো. ছাইফুলার রহমান তোতা চৌধুরী, বাংলাদেশ হেরিটেজ স্টাডি এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন গাইবান্ধা শাখার সভাপতি ও প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি কেএম নেয়ামুল আহসান পাভেল, প্রধান শিক্ষক পারভীন চৌধুরী প্রমুখ।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপনদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরঈদে বেড়েছে রেমিট্যান্স, ফের ২০ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতেনেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিতআয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দনজুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেইগোবিন্দগঞ্জে কাজী রাশিদা শিশু পার্কের উদ্বোধনইউরোপের চার দেশে বাংলাদেশি শ্রমিক নেয়ার প্রক্রিয়া শুরু