শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৬:৪৯, ১২ সেপ্টেম্বর ২০২১

পলাশবাড়ীতে নিজ উদ্যোগে অধিগ্রহণকৃত জমিতে থাকা স্থাপনা অপসারণ

পলাশবাড়ীতে নিজ উদ্যোগে অধিগ্রহণকৃত জমিতে থাকা স্থাপনা অপসারণ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পৌরসভার বাঁশকাটা মৌজার জেএল নং-৩৮, দাগ নং-৩১০ এর আংশিক ও ৩১৭ দাগের অধিগ্রহণকৃত মোট ১৩.৫ শতক জমি ও স্থাপনার ক্ষতিপূরণের টাকা বুঝিয়া পাইয়া নিজ উদ্যোগে জমিতে থাকা স্থাপনা অপসারণ করছেন সুবিধাভোগীরা।

উপকারভোগী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পলাশবাড়ীতে ফোরলেন রাস্তা সম্প্রসারণের লক্ষে সরকার কর্তৃক পলাশবাড়ী উপজেলার পৌরশহর এলাকার বাঁশকাটা মৌজার জাতীয় মহাসড়ক সংলগ্ন জেএল নং-৩৮, দাগ নং-৩১০ (আংশিক) ৩ শতাংশ ও ৩১৭ দাগের ১০.৫ শতাংশ মোট সাড়ে ১৩ শতাংশ জমি অধিগ্রহণের নিমিত্তে গত ২০ মে ২০২১ইং তারিখে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা কর্তৃক এক নোটিশে ওই মৌজার আব্দুল মালেক, আঃ খালেক, উভয়ের পিতা-আবুল হোসেন, মোঃ রাসেল, তৌহিদুল ইসলাম, মোবাইদুল ইসলাম, শাফিদুল ইসলাম, শাকিদুল ইসলাম ও মাতোয়ারা বেগম, সকলের পিতা মৃত ডাঃ রজ্জব আলী প্রধান জমিসহ জমিতে থাকা স্থাপনার ক্ষতিপূরণের টাকা গ্রহণের নিমিত্তে জেলা প্রশাসক কার্যালয়ে ডাকা হয়। কাগজপত্র পর্যালোচনা সাপেক্ষে উপরোক্ত ব্যক্তিদের ক্ষতিপূরণের টাকা ১৩ জুন ২০২১ উত্তোলনের জন্য বলা হয়। সে মোতাবেক সুবিধাভোগীরা ক্ষতিপূরণ বাবাদ ৬০ লাখ ১০ হাজার ১শ ৪৬ টাকা ১৬ পয়সা বুঝিয়া পাইয়া তাদের নিজ উদ্যোগে ওই দাগ খতিয়ানে থাকা প্রধান মার্কেট নামে নির্মিত স্থাপনা অপসারণ করছেন।

এ ব্যাপারে সুবিধাভোগী মৃত ডাঃ রজ্জব আলী প্রধানের পুত্র রড-সিমেন্ট ব্যবসায়ী মোবাইদুল ইসলাম জানান, গত ২২ আগস্ট ২০২১ সরকারী নোটিশ পাওয়ার পর আইনের প্রতি শ্রদ্ধাশীল হইয়া নিজ উদ্যোগে আমরা উপরোক্ত ৩১০ দাগের আংশিক ও ৩১৭ দাগের অধিগ্রহণকৃত জমির উপরে থাকা স্থাপনা সরিয়ে ফেলছি। ছবি সংযুক্ত।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপনদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরঈদে বেড়েছে রেমিট্যান্স, ফের ২০ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতেনেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিতআয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দনজুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেইগোবিন্দগঞ্জে কাজী রাশিদা শিশু পার্কের উদ্বোধনইউরোপের চার দেশে বাংলাদেশি শ্রমিক নেয়ার প্রক্রিয়া শুরু