শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১১:৫৮, ৩১ আগস্ট ২০২১

ফুলছড়িতে মৎস্যচাষীদের সাথে মতবিনিময়

ফুলছড়িতে মৎস্যচাষীদের সাথে মতবিনিময়

গাইবান্ধার ফুলছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


ফুলছড়ি উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সোমবার (৩০ আগষ্ট) দুপুরে উপজেলার ঘোলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ফুলছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আকতারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা মৎস্য কর্মকর্তা আবদুদ দাইয়ান, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান দোলন, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, সহকারী পুলিশ পরিদর্শক মাজেদুর রহমান, মৎস্যচাষী আব্দুল ওয়াহেদ প্রমুখ।


সভায় বক্তারা বলেন, দেশের প্রাণীজ আমিষের ৬০ শতাংশ আমরা মাছ থেকে পেয়ে থাকি। মাছ চাষ করলে একদিকে আমিষের চাহিদা পূরণ হয় এবং বেকারত্ব দুর করে লাভবান হওয়া যায়। তাই আমাদের সকলকে মাছ চাষে এগিয়ে আসতে হবে।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ