শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৫:১৪, ২৩ আগস্ট ২০২১

গাইবান্ধায় করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত জেলা কমিটির সভা

গাইবান্ধায় করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত জেলা কমিটির সভা

গাইবান্ধায় করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রন এবং করোনা ভ্যাকসিন প্রদান সংক্রান্ত জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি।

হুইপ গিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার অত্যন্ত আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে চিকিৎসকরা অত্যন্ত ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন। করোনা একবারে নির্মুল হবে না। এরমধ্যেই জীবন-জীবিকা চালাতে হবে। মানুষ প্রথমদিকে ভ্যাকসিন নিতে চায়নি। এখন ভ্যাকসিন গ্রহণে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। গাইবান্ধা জেলা হাসপাতালের নতুন ভবনে আইসিইউ স্থাপন করা হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আর গাইবান্ধা হবে উত্তরাঞ্চলের গেটওয়ে।

গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্রধানমন্ত্রী কার্যালয়ের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) দুলাল কৃষ্ণ সাহা, জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সরকার, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. আ.খ.ম. আখতারুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, পৌর মেয়র মো. মতলুবর রহমান, জেলা বিএমএ সভাপতি ডা. মতিয়ার রহমান, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি কেএম রেজাউল হক প্রমুখ।

সচিব দুলাল কৃষ্ণ সাহা বলেন, যতদিন ৮০ ভাগ মানুষকে টিকা দেয়া সম্পন্ন না হবে, ততদিন সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং মাস্ক ব্যবহার করতে হবে। সরকার ৬ কোটি ভ্যাকসিন ক্রয়ের অনুমোদন দিয়েছে। ইতোমধ্যে ১৮ বছরের উর্দ্ধে সকল শিক্ষার্থীদের নিবন্ধন শুরু হয়েছে।

সভায় করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রন এবং করোনা ভ্যাকসিন প্রদান সংক্রান্ত জেলা কমিটির অন্যান্য সদস্যরা সহ সংশ্লিষ্ট দফতরসমূহের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে প্রধানমন্ত্রী কার্যালয়ের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) দুলাল কৃষ্ণ সাহা গাইবান্ধা জেলা হাসপাতালের ডাক্তার ও নার্সদের সাথে এক মতবিনিময় সভা করেন। এসময় জেলা প্রশাসক মো. আবদুল মতিন, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. আ.খ.ম. আখতারুজ্জামান বক্তব্য রাখেন।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপনদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরঈদে বেড়েছে রেমিট্যান্স, ফের ২০ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতেনেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিতআয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দনজুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেইগোবিন্দগঞ্জে কাজী রাশিদা শিশু পার্কের উদ্বোধনইউরোপের চার দেশে বাংলাদেশি শ্রমিক নেয়ার প্রক্রিয়া শুরু