শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১২:৪০, ৪ আগস্ট ২০২১

শেখ কামালের জন্মবার্ষিকীতে গাইবান্ধা পদক পাচ্ছেন ৮বিশিষ্ট ব্যক্তি

শেখ কামালের জন্মবার্ষিকীতে গাইবান্ধা পদক পাচ্ছেন ৮বিশিষ্ট ব্যক্তি

বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকীতে গাইবান্ধার ৮ বিশিষ্ট ব্যক্তি জেলা ক্রীড়া সংস্থার পদক পাচ্ছেন। গাইবান্ধার ক্রীড়াঙ্গনে অবদান রাখায় তাদের পদক প্রদান করা হচ্ছে। ৫ আগস্ট শেখ কামালের জন্মবার্ষিকীতে তাদের হাতে পদক তুলে দেয়া হবে। পদকপ্রাপ্তরা হচ্ছেন, ক্রীড়া পৃষ্ঠপোষক এম এ ওয়াহেদ, সংগঠক আসাদুজ্জামান খান মুন্নু, সামিউল ইসলাম পিপলু, সাংবাদিক গোবিন্দলাল দাস, ফুটবলার মো. শামসুজ্জোহা ও খন্দকার আব্দুস ছাত্তার নওশা, ক্রিকেটার ওয়াজিউর রহমান রাফেল ও অ্যাথলেট মোসলেমা বেগম রানী। পদক ছাড়াও তারা সনদপত্র ও ৫ হাজার টাকা পাবেন। বুধবার (০৪ আগস্ট) গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার সভা কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ এ তথ্য দেন।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা বরেণ্য ক্রীড়া সংগঠক শেখ কামালের জন্মদিন রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হবে। এ উপলক্ষে গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থা দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯টায় গাইবান্ধা পৌর পার্কে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ণে অংশগ্রহণ, বিকাল ৪টায় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, সাড়ে ৪টায় জীবনীভিত্তিক আলোচনা ও বিকাল ৫টায় পদক বিতরণ অনুষ্ঠান।

এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. আবদুল মতিন এবং বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সৈয়দ শামস-উল-আলম হীরু।

সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদকের লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য মাসুদুল হক। এসময় জন্মবার্ষিকী উদযাপন উপপরিষদের আহবায়ক সংস্থার নির্বাহী সদস্য অমিতাভ দাশ হিমুনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, অতিরিক্ত সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রিটন, কোষাধ্যক্ষ ওয়াহিদ মুরাদ লিমন, নির্বাহী সদস্য মমতাজুর রহমান বাবু, রেজাউন্নবী রাজু, গোলাম মারুফ মনা, বেনজীর আহমেদ, সিরাজুল ইসলাম প্রমুখ।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গাইবান্ধার নবনির্মিত ইনডোর স্টেডিয়ামটি ‘সুলতানা কামাল ইনডোর স্টেডিয়াম’ হিসেবে নামকরণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টি বোর্ড অনুমোদন দিয়েছে।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপনদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরঈদে বেড়েছে রেমিট্যান্স, ফের ২০ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতেনেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিতআয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দনসুইজারল্যান্ডে স্কলারশিপ পাওয়ার উপায় কিবৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলাসবাই ঈদের নামাজে গেলে শাহনাজের ঘরে ঢুকে প্রেমিক রাজু, অতঃপর...