শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১২:২৬, ৪ আগস্ট ২০২১

গোবিন্দগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারকে পরিচ্ছন্ন রাখতে মেয়রের উদ্যোগ

গোবিন্দগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারকে পরিচ্ছন্ন রাখতে মেয়রের উদ্যোগ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে উদ্যোগ গ্রহণ করেছেন পৌর মেয়র মুকিতুর রহমান রাফি। সোমবার (২ আগস্ট) বিকালে গোলাপবাগ গরুহাটি সংলগ্ন শহীদ মিনারটিকে স্থানীয় ব্যবসায়ীদের কবল থেকে উদ্ধার করে তালা লাগানো হয়।

এর আগে সংরক্ষিত এলাকা হওয়ার পরও গোবিন্দগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারটি দীর্ঘদিন অরক্ষিত হয়ে পড়ে। এমন দৃশ্য স্থানীয় বীরমুক্তিযোদ্ধা ও গণমাধ্যমকর্মী শ্যামলেন্দু মোহন রায় জিবু বাবু সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ প্রচারে নজর কারে পৌর মেয়রের। এর পরদিনই পৌর মেয়র উপস্থিত হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে দুটি গেটে তালা লাগিয়ে দেন।

এসময় তিনি উপস্থিত গণমাধ্যমকর্মীদের জানান, পৌর ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে শহীদ মিনারটির চাবি সংরক্ষিত থাকবে। এটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নিয়মিত দেখভাল করা হবে। উপজেলাবাসীর প্রয়োজনে অনুমতি সাপেক্ষে তারা এটি ব্যবহার করে বিভিন্ন অনুষ্ঠান করতে পারবে। এছাড়া সংশ্লিষ্ট দিবসগুলোতে এটি সবার জন্য উন্মুক্ত করা হবে।

এসময় নাগরিক কমিটির আহবায়ক এম এ মতিন মোল্লা, পৌরসভার একাধিক ওয়ার্ডের কাউন্সিলর, ১ নম্বর পৌর প্যানেল মেয়র শাহীন আকন্দ, কাউন্সিলর জাহাঙ্গীর আলম জাফু ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দীর্ঘদিন থেকে শহীদ মিনারটি স্থানীয় গরুহাটি সংলগ্ন লেপ-তোষক ব্যবসায়ীরা সেলাই কাজে ব্যবহারের পাশাপাশি চা-দোকানীরা তাদের মালামাল রাখত। অরক্ষিত থাকায় রাতের বেলা এখানে প্রসাব-পায়খানাও করে এটিকে নোংরা করে ফেলত। এতে করে প্রতিদিনই ময়লা-আবর্জনায় ভরে যেত স্থানটি।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপনদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরঈদে বেড়েছে রেমিট্যান্স, ফের ২০ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতেনেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিতআয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দনসুইজারল্যান্ডে স্কলারশিপ পাওয়ার উপায় কিবৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলাসবাই ঈদের নামাজে গেলে শাহনাজের ঘরে ঢুকে প্রেমিক রাজু, অতঃপর...