বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ || ১৩ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৭:১৩, ১৩ জুলাই ২০২১

পলাশবাড়ীতে স্বাস্থ্য বিধি মেনে ৩০০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

পলাশবাড়ীতে স্বাস্থ্য বিধি মেনে ৩০০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

গাইবান্ধার পলাশবাড়ীতে ৩০০ অসহায়-দুঃস্থদের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বসুন্ধরা গ্রুপ। সোমবার (১২ জুলাই) বিকেলে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সরকারি কলেজ মাঠজুড়ে সমেবেত কর্মহীন-অসহায় ৩০০ নারী-পুরুষের মধ্যে  চাল, ডাল, আটা, লবণ, তেলসহ ১৫ কেজি ওজনের খাদ্য সহায়তা সামগ্রী দেওয়া হয়।

পলাশবাড়ী শাখার আয়োজনে প্রধান অতিথি ছিলেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরি বিদ্যুৎ।  

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান নয়ন, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মতিউর রহমান, শুভ সংঘের কেন্দ্রীয় পরিচালক জাকারিয়া জামান, গাইবান্ধা জেলা সম্পাদক লতা সরকার, পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজ প্রভাষক মাহমুদা চৌধুরী ও কালেরকণ্ঠ গাইবান্ধা জেলা প্রতিনিধি অমিতাভ দাস হিমুন।

সমগ্র বিতরণ অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শুভ সংঘের পলাশবাড়ী উপজেলা শাখার সম্পাদক সাজ্জাদুর রহমান শাকিল।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ