শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১০:৪২, ১০ জুলাই ২০২১

পলাশবাড়ীতে বেদে পরিবারকে সহায়তা করলেন উপজেলা প্রশাসন

পলাশবাড়ীতে বেদে পরিবারকে সহায়তা করলেন উপজেলা প্রশাসন

বিভিন্ন সংবাদ মাধ্যমে “উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা। লকডাউনে বিপাকে পড়েছে পলাশবাড়ীতে কর্মহীন ভাসমান বেদে পরিবারের সদস্য’রা।।খাদ্য সহায়তা প্রয়োজন”শীর্ষক শিরোনামে সংবাদ প্রকাশের পর বেদে পরিবারের পাশে দাড়ালেন পলাশবাড়ী উপজেলা প্রশাসন।

৯ জুন,শুক্রবার সকালে উপজেলা চত্বরে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন বেদে পরিবারগুলোর মাঝে চাল ,ডাল,তেল লবন,চিনি,চিড়া,নুডুলস সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন করেন।

গত কয়েকদিন থেকে লকডাউনের কারনে বেদে পরিবারগুলো তাদের তাবু থেকে বের হতে পারছিল না। ফলে তারা অনেকটাই কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করে আসছিল। তাদের অসহায়ত্বের কথা শুনে স্থানীয় সাংবাদিকরা ছুটে যায় তাদের কাছে, তুলে ধরেন তাদের মানবেতর জীবন যাবনের পরিস্থিতি। খাদ্যদ্রব্য পেয়ে পরিবারগুলো স্বস্তি প্রকাশ করেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন বলেন,যেকোন দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে আমরা প্রস্তুত আছি।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ