শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০০:২১, ২ জুলাই ২০২১

ফুলছড়িতে ৭ হাজার হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্য

ফুলছড়িতে ৭ হাজার হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্য

গাইবান্ধার ফুলছড়িতে ৭ হাজার ১২৩ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্থানীয় কৃষি বিভাগ। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সার্বিক সহযোগিতা করায় এরই মধ্যে রোপা আমনের চারা প্রস্তুত করেছেন কৃষকেরা। খরচ কম হওয়ায় কৃষকেরা এবার রোপা আমন আবাদের দিকে ঝুঁকছেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা যায়, উপজেলায় চলতি ২০২১-২২ মৌসুমে ৭ হাজার ১২৩ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে উচ্চফলনশীল জাতের ৪ হাজার ২৪৩ হেক্টর, হাইব্রিড জাতের ৩০ হেক্টর ও স্থানীয় জাতের ২ হাজার ৮৫০ হেক্টর। এতে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৩ হাজার ৮৯৭ টন।

উপজেলার কঞ্চিপাড়া, উড়িয়া, উদাখালী ও গজারিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আষাঢ় মাসের শুরু থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে। এতে রোপা আমন চাষে এবার কোনো সমস্যা হবে না। কয়েক দিনের মধ্যেই আমনের চারা রোপণ শুরু হবে। রোপা আমনে খরচ কম হওয়ায় দিন দিন এ জাতের ধান চাষ বৃদ্ধি পাচ্ছে বলেও জানান তাঁরা।

উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মতলুবর রহমান বলেন, কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় চলতি মৌসুমে রোপা আমন চাষ সফল করতে এরই মধ্যে আমনের চারা প্রস্তুত করা হয়েছে। কৃষকেরা বর্তমানে রোপা আমন চাষের প্রস্তুতি গ্রহণ করছেন। চলতি মাসের মাঝামাঝি সময়ে আমনের চারা রোপণের কার্যক্রম শুরু হবে।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপনদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরঈদে বেড়েছে রেমিট্যান্স, ফের ২০ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতেনেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিতআয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দনসুইজারল্যান্ডে স্কলারশিপ পাওয়ার উপায় কিবৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলাসবাই ঈদের নামাজে গেলে শাহনাজের ঘরে ঢুকে প্রেমিক রাজু, অতঃপর...