মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫ || ৮ বৈশাখ ১৪৩২

প্রকাশিত : ০৬:১১, ১০ সেপ্টেম্বর ২০২৩

উকুন দূর করার জন্য অনেকে অনেক রকম পদ্ধতি বেছে নেন

উকুন দূর করার জন্য অনেকে অনেক রকম পদ্ধতি বেছে নেন

আপনার সাধের চুল, তাতে আবার বাসা বেঁধে থাকে পরজীবী। শুধু থাকলে কি আর সমস্যা ছিল, সেইসঙ্গে যে নানা ক্ষতির সম্মুখীন করে তার ক্ষতিপূরণ কে দেবে! বলছি উকুনের কথা। ক্ষুদ্র এই পোকা আপনাকে অতিষ্ঠ করে রাখার জন্য যথেষ্ট।

কোনো একজনের মাথায় উকুন হলে সেখান থেকে আরও অনেকের মাথায় ছড়াতে থাকে। পরিবারের একজনের মাথায় হলে তাই বাকি সদস্যরাও মুক্তি পায় না। উকুন দূর করার জন্য অনেকে অনেক রকম পদ্ধতি বেছে নেন। তার কোনোটি হয়তো কাজ করে, কোনোটি করে না। তবে কেমিক্যালযুক্ত উপাদান ব্যবহারের ফলে উকুন দূর হোক বা না হোক, চুল ক্ষতিগ্রস্ত হতে পারে। উকুন দূর করা নিয়ে চাপ নেবেন না। এমন অনেক উপায় আছে যা চুল ও স্ক্যাল্পের ক্ষতি না করেই উকুন দূর করতে সক্ষম।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ