দৈনিক গাইবান্ধা
  • বুধবার ০৪ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৯ ১৪৩০

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৫

নাজিফা তুষির পিঠে যখন সাজপোশাকের সাপ

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৩  

বছর ঘুরে আবার ফিরে এসেছে দেশের বিনোদন অঙ্গনের সবচেয়ে বড় আয়োজন মেরিল-প্রথম আলো পুরস্কার। তারকাবহুল জাঁকজমকপূর্ণ এই আয়োজনের ২৪তম আসর বসেছে আজ শুক্রবার, রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।

হল অব ফেমে মূল আয়োজন বসার আগে বিকেল পাঁচটা থেকে লালগালিচায় পদার্পণ করেছেন বিনোদনজগতের আমন্ত্রিত তারকারা। কী পোশাক পরলেন তাঁরা, কেমন সাজে সেজেছিলেন? আসুন, দেখে নেওয়া যাক একঝলক...‘হাওয়া’ সিনেমার গুলতি চরিত্র থেকে এখনো বের হতে পারেননি নাজিফা তুষি। মেরিল-প্রথম আলো পুরস্কার তাঁর সাজ দেখে সেটাই মনে পড়ে গেল। কালো রঙের ক্রেপের শাড়ি পরে এসেছেন তুষি। শাড়ির সাজেই নিজেকে উপস্থাপন করেছেন বেশ ভিন্নভাবে। তুষির সাজের উল্লেখযোগ্য দিক ছিল বেশ কটি। শাড়ির নিচের পেটিকোটে ফুটিয়ে তোলা পদ্মফুলটি বেশ কায়দা করে বের করে রেখেছিলেন। বেদেনীদের সাজের যেন একটা আধুনিক ঝলক। কালো রংও যেন ‘হাওয়া’ সিনেমার গুলতি চরিত্রের বিষণ্নতা আর রহস্যময় দিকটি তুলে ধরেছে। পায়ে ছিল জাপানি স্টাইলের ভোঁতা কালো চকচকে জুতা। কোমরে বিছা।

তবে সব ছাপিয়ে নজর কেড়েছে পিঠে ঝুলে থাকা ধাতব সাপটি। পিঠজুড়ে অনেক চেইনের মাধ্যমে সাপটিকে ব্লাউজের সঙ্গে আটকানো হয়েছে বেশ শিল্পিতভাবে। যেন পুরো সাজে অলংকারের কাজই করেছে এটি। তুষির পুরো সাজপোশাকের পরিকল্পনা করেছেন মানাসের স্বত্বাধিকারী ও ডিজাইনার ফায়জা আহমেদ। তিনি বললেন, ‘গুলতি ও তুষি—দুই চরিত্রকে নিয়েই ভাবতে হয়েছে পরিকল্পনা করার সময়। দুজনের ব্যক্তিত্বই যেন একটি সাজের মাধ্যমে উঠে আসে, সেটাই চেষ্টা করেছি।

দৈনিক গাইবান্ধা
দৈনিক গাইবান্ধা