শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৬:২৪, ৩০ জুন ২০২১

পাকা আমের স্মুদি

পাকা আমের স্মুদি

অসহ্য গরমে শরীরে প্রশান্তি পেতে চাই ঠাণ্ডা ঠাণ্ডা এক গ্লাস শরবত। বিশেষ করে এই সময়ে আমাদের সকলের উচিত নিজের পাশাপাশি পরিবারের সকলের স্বাস্থের প্রতি খেয়াল রাখা। এই সিজনে আম তো বেশ সহজলভ্য আর দামটাও হাতের নাগালেই আছে।

পাকা আম দিয়ে তৈরি স্মুদি শরীরের তাপ নিয়ন্ত্রণের পাশাপাশি ইম্যুনিটি সিস্টেম ভালো রাখতে কার্যকরী ভূমিকা রাখে। তাই বাচ্চা থেকে বৃদ্ধ পরিবারের সবাইকে দিন ঠাণ্ডা ঠাণ্ডা এক গ্লাস পাকা আমের স্মুদি। এটি খেতে যেমন সুস্বাদু তেমনই তৈরি করাও সহজ। চলুন তবে জেনে নেয়া যাক পাকা আমের স্মুদি তৈরির রেসিপিটি-  

উপকরণ: বড় পাকা আম দুইটি, বিট লবণ আধা চা চামচ, চিনি স্বাদ মতো, পুদিনা পাতা কুচি এক টেবিল চামচ, ধনিয়া পাতা কুচি এক টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি সামান্য, লেবুর রস দুই টেবিল চামচ, ঠাণ্ডা পানি প্রয়োজন অনুযায়ী, বরফ পাঁচ থেকে দশ টুকরা। 

প্রণালী: প্রথমে আম ধুয়ে নিয়ে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিন। এবার এক ইঞ্চি পরিমাপে টুকরা করে কেটে নিন। এবার আমের টুকরোগুলো ব্লেন্ডারের জগে দিয়ে দিন। আমের ফালিগুলো দিয়ে আগে কয়েক সেকেন্ড বিট করে নিন। এই পর্যায়ে এতে একে একে পরিমাপ মতো পানি, বিট লবণ, স্বাদ মতো চিনি, পুদিনা পাতা কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচা মরিচ কুচি, লেবুর রস এ সব উপকরণ দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিন। সব উপকরণ একসঙ্গে ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে গ্লাসে ঢেলে দুই থেকে তিন টুকরা বরফ দিয়ে পরিবেশন করুন পাকা আমের স্মুদি।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপনদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরঈদে বেড়েছে রেমিট্যান্স, ফের ২০ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতেনেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিতআয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দনজুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেইগোবিন্দগঞ্জে কাজী রাশিদা শিশু পার্কের উদ্বোধনইউরোপের চার দেশে বাংলাদেশি শ্রমিক নেয়ার প্রক্রিয়া শুরু