শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১২:৩১, ২৭ মে ২০২৩

বৃদ্ধকে ২৫০ বারেরও বেশি কামড়ালো হাজার খানেক মৌমাছি!

বৃদ্ধকে ২৫০ বারেরও বেশি কামড়ালো হাজার খানেক মৌমাছি!

আচমকা উড়ে এল মৌমাছির দল। তার পর কোনও কিছু বুঝে ওঠার আগেই চলল আক্রমণ। একসঙ্গে ১ হাজারটি মৌমাছির আক্রমণের মুখে পড়লেন ৬০ বছরের এক বৃদ্ধ এবং তার পোষ্য কুকুর। রাস্তার মধ্যে হঠাৎ একসঙ্গে এতগুলি মৌমাছির হামলায় দিশেহারা হয়ে পড়েন ওই বৃদ্ধ।

সংক্রমণের কারণে ৮ বছর আগে এক পা হারিয়েছেন ওই বৃদ্ধ। এক পায়ে দাঁড়িয়ে মৌমাছির হামলা প্রতিহত করতে পারেননি তিনি। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে ঘটেছে এই ঘটনা।

আশপাশের লোকেরাও মৌমাছিদের হাত থেকে তাকে রক্ষা করতে পারেননি। ডাকা হয় দমকলকে। শেষে দমকল হোস পাইপের সাহায্যে পানি ঢেলে মৌমাছিদের হাত থেকে ওই বৃদ্ধ এবং তার পোষ্যকে উদ্ধার করে।

চিকিৎসক জানিয়েছেন, বৃদ্ধের শরীরে ২৫০ বারেরও বেশি কামড়েছে মৌমাছির দল। গত শনিবার রাতে পোষ্যকে নিয়ে এলাকায় ঘুরতে বেরিয়েছিলেন জন ফিশার নামে ওই বৃদ্ধ। সেই সময়ই মৌমাছির আক্রমণের মুখে পড়েন তিনি। বৃদ্ধের হাত, পা, মুখ, চোখ, পিঠে মৌমাছি কামড়েছে। তার চিকিৎসা করা হয়েছে।

বৃদ্ধ জানিয়েছেন, তার পোষ্য কুকুরটিও মৌমাছির আক্রমণের মুখে পড়েছিল। কুকুরটিকে ৫০ বারেরও বেশি কামড়েছে মৌমাছির দল। তারও চিকিৎসা করানো হয়েছে।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ