• মঙ্গলবার   ২৮ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৩ ১৪২৯

  • || ০৫ রমজান ১৪৪৪

শাড়ি পরে ম্যারাথন দৌড়ে অংশ নিলেন ৪ হাজার নারী!

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৩  

শরীরচর্চার সময় পোশাক আলাদা হওয়া উচিত বা উচিত না- এটা নিয়ে অনেকেই ভাবেন। আমরা যেহেতু বাঙালি, তাই অনেকেই শাড়ি পরেন। কিন্তু শাড়ি পরে শরীরচর্চা করার কথা অনেকেই ভাবতে পারেন না। সেই ধারণা ভুল প্রমাণ করতে ভারতের কলকাতায় হয়ে গেল শাড়ি দৌড়।

‘শাড়ি পরে আর যা-ই হোক, শরীরচর্চা করা যায় না’- প্রচলিত এমন ধারণা বদলে দিতেই বেঙ্গালুরুর একটি ফিটনেস সংস্থা নারীদের জন্য এই ম্যারথনের আয়োজন করেছিল।

গত রোববার (১২ মার্চ) কলকাতায় চার হাজার ৩০০ জন নারী শাড়ি পরেই ম্যারাথনে অংশ নেন। মা-মেয়ে, শাশুড়ি-বউ থেকে শুরুর করে নানা বয়সের নারীরা অংশগ্রহণ করেন সেখানে।

দৈনিক গাইবান্ধা
দৈনিক গাইবান্ধা