শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১০:৫৯, ৬ আগস্ট ২০২১

যৌন নিপীড়কের সঙ্গে সময় কাটিয়ে অনুতপ্ত বিল গেটস

যৌন নিপীড়কের সঙ্গে সময় কাটিয়ে অনুতপ্ত বিল গেটস

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। সম্প্রতি ০২ আগস্ট স্ত্রী মেলিন্ডার সঙ্গে সাতাশ বছরের বৈবাহিক জীবনের আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটিয়েছেন তিনি।

গত মে মাসে যখন তারা যৌথ বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন, তখন একটি গুজব ছড়ায় যে, মেলিন্ডার সঙ্গে বিচ্ছেদের পেছনে যৌন নিপীড়ক জেফ্রি এপস্টাইনের হাত ছিল। যদিও সেই গুজবকে নাকচ করে বিল গেটস বলেছেন, এটা (বিচ্ছেদ) হওয়ারই ছিল। আমাদের এগিয়ে যাওয়া দরকার ছিল।

তবে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা স্বীকার করেছেন, যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের সঙ্গে সময় কাটানো বড় ভুল ছিল। বুধবার সিএনএনের অ্যান্ডারসন কুপারের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিল গেটস বলেন, বিশ্ব স্বাস্থ্য নিয়ে কাজ করার লক্ষ্যে তহবিল সংগ্রহের জন্য এপস্টাইনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি।

তার মতে, এপস্টাইনের সঙ্গে বেশ কয়েকবার নৈশ্যভোজে অংশ নিয়েছিলেন। বিশ্ব স্বাস্থ্য নিয়ে কাজ করার জন্য তার কাছ থেকে তহবিল সংগ্রহ করাই ছিল তার লক্ষ্য। তবে এ ব্যাপারে এপস্টাইন আগ্রহ না দেখানোয় তাদের সম্পর্ক সেখানেই শেষ হয়ে যায়।

এদিকে নারী পাচার,বেশ কয়েকজন অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে যৌন নির্যাতন ও নারীঘটিত অন্যান্য একাধিক মামলায় অভিযুক্ত ৬৬ বছরের মার্কিন ধনকুবের জেফ্রি এপস্টাইন ২০১৯ সালের জুলাইয়ে গ্রেফতার হন। ওই বছরেরই আগস্টে নিউইয়র্ক কারাগারের একটি সেলে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। পরে পুলিশের তদন্তে এপস্টাইন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রমাণ মেলে।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপনদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরঈদে বেড়েছে রেমিট্যান্স, ফের ২০ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতেনেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিতআয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দনজুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেইগোবিন্দগঞ্জে কাজী রাশিদা শিশু পার্কের উদ্বোধনইউরোপের চার দেশে বাংলাদেশি শ্রমিক নেয়ার প্রক্রিয়া শুরু