শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১৭:৪৭, ৮ জুলাই ২০২১

মুক্ত জীবন পাচ্ছে চিড়িয়াখানার ১৩ হাতি, এমন ঘটনা এবারই প্রথম

মুক্ত জীবন পাচ্ছে চিড়িয়াখানার ১৩ হাতি, এমন ঘটনা এবারই প্রথম

চিড়িখানা মানেই তো পশু-পাখিদের বনাঞ্চল থেকে ধরে এনে আবদ্ধ রাখা। বিশেষ করে পশুদের খুবই অল্প জায়গার মধ্যে সীমাবদ্ধ করে রাখা হয়। তবে এবার রীতিমতো ইতিহাস গড়ছে ইংল্যান্ডের এক চিড়িয়াখানা। চিড়িয়াখানার পশুকে মুক্ত করে দেওয়া হচ্ছে।

ইংল্যান্ডের কেন্টের হাউলেটস ওয়াইল্ড অ্যানিমাল পার্কের ১৩টি হাতির একটা দলকে কেনিয়ার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। বিশ্বে এমন ঘটনা বোধহয় এবারই প্রথম।

প্রাণী সংরক্ষণ সংগঠন এসপিনাল ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওই ১৩টি হাতির মধ্যে ১২টির জন্ম কেন্টে। বাকি হাতিটির জন্ম ইসরাইলে। ওই ১৩ হাতির কোনোটিই বন্য পরিবেশে বাস করেনি। 

বন্য প্রাণীদের কৃত্রিমতার বাইরে নিজস্ব পরিবেশে বেড়ে ওঠানোই তাদের জঙ্গলে ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্য। কখনো জঙ্গল না থাকলেও হাতিগুলো বন্য পরিবেশে সহজেই খাপ খাইয়ে নিতে পারবে বলে আশা করা হচ্ছে।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ