বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ || ৪ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৭:১২, ১৮ ডিসেম্বর ২০২১

ওমিক্রন-ডেল্টা মিলে তৈরি হবে করোনার সুপার স্ট্রেন?

ওমিক্রন-ডেল্টা মিলে তৈরি হবে করোনার সুপার স্ট্রেন?

করোনাভাইরাসের ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব। আমেরিকা, ইউরোপসহ একাধিক দেশে ডেল্টাকে পিছনে ফেলে সামনের সারিতে ওঠে এসেছে হানাদার ওমিক্রন। আমেরিকায় বেশির ভাগ করোনা রোগী এখন ওমিক্রনেই সংক্রমিত হচ্ছেন। আর এরই মাঝে নয়া এক আতঙ্ক ঘিরে ধরেছে মানুষকে। ‘মারাত্মক’ ডেল্টা স্ট্রেনের সাথে মিলে কি সুপার স্ট্রেন তৈরি করতে পারে ‘অতি সংক্রামক’ ওমিক্রন? টিকা প্রস্তুতকারী সংস্থা সংস্থা মডার্নার প্রধান মেডিক্যাল অফিসার ডা. পল বার্টন জানাচ্ছেন, এটা সম্ভব।

সম্প্রতি যুক্তরাজ্যের পার্লামেন্টে বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত কমিটির সামনে উপস্থিত হয়েছিলেন ডা. পল বার্টন। সেখানেই তিনি জানান, যদি একই সময় কোনো রোগী ডেল্টা ও ওমিক্রনে সংক্রমিত হন, তাহলে ওই ব্যক্তির অ্দরেই নয়া এক সুপার স্ট্রেন তৈরি হতে পারে। তিনি বলেন, ‘নিশ্চিতভাবে এই সংক্রান্ত তথ্য আছে। মহামারীর প্রথম দিকে দক্ষিণ আফ্রিকায় কিছু গবেষণাপত্র প্রকাশিত হয়েছিল। সেখানে বলা হয়েছে, টিকা না নেয়া ব্যক্তির উফর দুটি স্ট্রেন একসাথে হানা দিতে পারে।’

উল্লেখ্য, ব্রিটেনে বর্তমানে ওমিক্রন ও ডেল্টা সংক্রমণ পাল্লা দিয়ে ছড়াচ্ছে। শুক্রবার ব্রিটেনে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৩,২০১ জন। এর জেরে সে দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪,৯০৯। এই আবহে ডা বার্টনের আশঙ্কা, ওমিক্রন ও ডেল্টা জিন অদলবদল করে এক ভয়ঙ্কর স্ট্রেনের জন্ম দিতে পারে।
উল্লেখ্য, এর আগে আলফা স্ট্রেন বি.১.১৭৭-এ সঙ্গে মিলেছিল, কেন্ট স্ট্রেন মিলেছিল বি.১.৪২৯-এর সঙ্গে। যদিও এগুলি খুব বেশি মারাত্মক বা সংক্রামক ছিল না। তবে ওমিক্রনের সংক্রামক শক্তি দেখে আশঙ্কিত বিজ্ঞানীরা।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপনদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরঈদে বেড়েছে রেমিট্যান্স, ফের ২০ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতেনেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিতআয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দনসুইজারল্যান্ডে স্কলারশিপ পাওয়ার উপায় কিবৈসাবি উৎসবের আমেজে ভাসছে ৩ পার্বত্য জেলাসবাই ঈদের নামাজে গেলে শাহনাজের ঘরে ঢুকে প্রেমিক রাজু, অতঃপর...