সোমবার   ১১ ডিসেম্বর ২০২৩ || ২৬ অগ্রাহায়ণ ১৪৩০

প্রকাশিত: ০৬:১৮, ২২ মে ২০২৩

আপডেট: ১৭:৫৩, ১২ নভেম্বর ২০২৩

মাল্টা চাষে আবুল মুনসুরের সাফল্য!

মাল্টা চাষে আবুল মুনসুরের সাফল্য!

ময়মনসিংহের গৌরীপুরে রসালো ফল মাল্টা চাষে হাজী আবুল মুনসুর আহম্মেদ সফলতা পেয়েছেন। মাল্টা সাধারনত পাহাড়ি ফল হলেও বর্তমানে সমতলেও এর চাষ হচ্ছে। তিনি রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার ছাড়া এই ফলের চাষ করছেন। চাষে সফলতা পাওয়ায় স্থানীয় আরো কৃষকের মাঝেও মাল্টা চাষের আগ্রহ সৃষ্টি হয়েছে।

জানা যায়, হাজী আবুল মুনসুর আহম্মেদ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সাতুতী গ্রামের বাসিন্দা। তিনি একজন অবসরপ্রাপ্ত সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। তিনি চাকরিতে থাকা অবস্থায়ই মাল্টা চাষের পরিকল্পনা করেছিলেন। তারপর তিনি ২০১৭ সালে ৯০টি বারি-১ জাতের মাল্টার চারা সংগ্রহ করে ১ বিঘা জমিতে রোপন করেন। এতে তিনি ১ বছরের মাথায়ই বাগানের অর্ধেক গাছে ফলন পান। দুই বছর পর বাগানের সবগুলো গাছেই ফলন পান। তার বাগানের গাছগুলোতে এতো ফলন দেখে আশেপাশের কৃষকরাও এই ফলের চাষ করতে আগ্রহী হন।

আবুল মুনসুর আহম্মেদ বলেন, আমি উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় পরীক্ষামূলকভাবে মাল্টার বাগান করে সাফলতা পেয়েছি। বর্তমানে আমার বাগানের প্রতিটি গাছে ৫০-৬০টি করে মাল্টা ধরেছে। আশা করছি আগামী মৌসুমে দ্বিগুণ ফলন পাবো।

উপসহকারী কৃষি কর্মকর্তা সুখরঞ্জন দাস বলেন, চারা রোপণের এক বছরের মাথায় মাল্টার ফলন পাওয়া যায়। জুন-জুলাই মাস হলো চারা রোপণ করার সময়। প্রতি বিঘায় ১০০ গাছ লাগানো যায়। চারা রোপনের আগে গর্ত করে প্রয়োজনীয় সার দিয়ে ১০ দিন রাখতে হয়। তারপর রোপন করতে হয়। প্রথম বছর ফলন কম পাওয়া গেলেও ধীরে ধীরে ফলন বাড়তে থাকে। তবে প্রাপ্ত বয়স্ক গাছ থেকে বছরে ৩০০-৪০০টি ফল পাওয়া যায়।

গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম বলেন, আমি আবুল মুনসুরের মাল্টা বাগানটি দেখে মুগ্ধ হয়েছি। তিনি খুব যত্ন সহকারে এর চাষ করেছেন। আশা করি আগামীতে আরো বেশি সফলতা পাবেন।

গৌরীপুর উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার বলেন, আগে শুধু পাহাড়ি এলাকায় মাল্টার চাষ হলেও বর্তমানে সমতল ভূমিতেও এর চাষ হয়ে থাকে। এটি একটি অর্থকরী ফসল। এটিতে ভিটামিন-সি ও অন্যান্য গুণে ভরপুর। এই বাগান থেকে স্থানীয় চাহিদা মিটিয়ে চাষি আর্থিকভাবে লাভবান হয়েছেন। আশা করি তিনি আরো পরিসরে এর চাষ করবেন। আমরা মাল্টা চাষিদের সব ধরনের সহযোগিতা করবো।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়